
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের নাগরিক যাদের বয়স ১২ বছরের বেশি সবাইকে টিকা দেওয়া হবে। সেই সঙ্গে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার সকালে মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছরের উপরের সব পর্যায়ের ছেলে-মেয়েকে আমরা এখন থেকে টিকা দেবো। স্কুলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকি সব ক্ষেত্রে আমরা টিকা দেবো। যারা এখন স্কুলে আসতে পারছে না। মাদ্রাসাসহ সবাইকে টিকার আওতায় আনা হবে। তাদের আহ্বান করবো, তারা যেন আসে এবং টিকা নেয়।
আমরা বলেছিলাম, ৫০ বছর বয়সীদের আমরা বুস্টার ডোজ দেবো। দেখলাম, তাতে খুব বেশি এগিয়ে আসেনি। সে জন্য আমরা এটাকে আজ থেকে ৪০ বছরে নামিয়ে আনলাম। ৪০ বছর বয়স হলেই তারা বুস্টার ডোজ নিতে পারবেন। আমরা মনে করি, এর মাধ্যমে টিকা আমরা আরও বেশি দিতে পারবো, বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের হাতে এখনো ৯ কোটি টিকা রয়েছে। এই টিকা আমরা দিতে চাই। যদিও দ্বিতীয় ডোজ দিতে আমাদের ৪ কোটি টিকা লাগবে। তবে সব মিলিয়ে যত টিকা লাগবে এখন আমাদের হাতে রয়েছে।
টিকাদান কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমরা এ পর্যন্ত ৯ কোটি ৭০ লাখ প্রথম ডোজের ভ্যাকসিন দিয়েছি। ৬ কোটির বেশি দিয়েছি দ্বিতীয় ডোজ। আমরা ছাত্রদের যে টিকা দিচ্ছিলাম, এ মাসে ১ কোটি ৪০ লাখ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আমরা সর্বোচ্চ টিকা দিতে সক্ষম হয়েছি। এ মাসে ৩ কোটি ৪০ লাখ টিকা আমরা দিয়েছি। আমরা মোট ১৫ কোটি ৭০ লাখ দিয়েছি। আমরা আশা করি, ফেব্রুয়ারির মধ্যে আমরা ১০ কোটি প্রথম ডোজের টিকা দিতে পারবো। দ্বিতীয় ডোজও একই হারে বাড়তে থাকবে। আমাদের লক্ষ্য সাড়ে ১২ কোটি লোককে টিকা দেওয়া। অর্থাৎ আরও আড়াই কোটি লোক বাকি থাকবে।
টিকা দিতে গিয়ে দেখছি, লোক কম আসছে। আমরা ওয়ার্ড পর্যন্ত গেছি টিকা কার্যক্রম, সেই হারে লোক পাওয়া যাচ্ছে না। যে কারণে আমরা কার্মসূচি নিয়েছি বিভিন্ন অ্যাসোসিয়েশন—বাস মালিক সমিতি, দোকান সমিতি, রেস্টুরেন্ট সমিতিকে তাদের আমরা চিঠি দিয়েছি। এসব খাতে যারা কাজ করে তাদের অনেকে এখনো টিকা নেয়নি। অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আমরা সভা করবো যেন ওই আড়াই কোটি লোককে যেন আমরা টিকা দিতে পারি, বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, আমরা জনসনের টিকা কিছু পেয়েছি। যারা ভাসমান লোক আছে, যাদের ঠিকানা সব সময় পাওয়া যায় না। তাদের দেওয়ার ব্যবস্থা আমরা করেছি কারণ। এটা সিঙ্গেল ডোজ। একবার দিলে দ্বিতীয়বার তার আসা লাগবে না।