
৫ দফা দাবীসহ ম্যাটস্ শিক্ষার্থীদের চলমান সংকট নিরসনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
টাঙ্গাইল সংবাদদাতা: ৫দফা দাবীসহ ম্যাটস্ শিক্ষার্থীদের চলমান সংকট নিরসনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ৫ দফা দাবী বাস্তবায়নে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন আয়োজন করে টাঙ্গাইল ডিপ্লোমা চিকিৎসকদের (ডিএমএফ ডিগ্রী) জাতীয় সমস্যা দূরীকরণ আহবায়ক কমিটি। শিক্ষার্থীদের এ ৫ দফা দাবীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষা। মেডিকেল এডুকেশন বোর্ড গঠণ ও ১৬ মার্চ ২০১৭ অতিরিক্ত গেজেট সংশোধন। পদসৃষ্টি ও নিয়োগ বাস্তবায়ন। ইন্টার্নিশীপ ভাতা প্রদান। অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড এ উন্নিত করন। আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল ডিপ্লোমা এডুকেশন এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন্টার্নি ডক্টর এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শুভ কুমার বিশ্বাস, ৫দফা দাবী বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখার মুখপাত্র মোঃ খাইরুল আহ্সান, ৫দফা দাবী বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক রেদুয়ান ইসলাম, জাহিদ হাসান রবি, রাইজুল, শুকুর মাহমুদ, মারুফ তরফদার, সৈকতসহ বিভিন্ন ম্যাটস্ এর শিক্ষার্থীবৃন্দ। দাবীকৃত এ ৫দফা বাস্তবায়ন না হলে আগামীতে তারা সড়ক অবরোধসহ বিভিন্ন কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন।