
৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ব্যতিক্রম উদ্যোগ
সবুজ সরকার, কালিহাতী, জাগ্রতবাংলা ২৪ ডটকম: দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রম কর্মসূচি পালন করেছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা মহাসড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে পুলিশের সাথে একত্রে কাজে অংশ নেন।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এই ভিন্নধর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আনসার আলী বিকম, এফবিসিসিআই এর পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের , কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল কাদের ,এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ শতাধিক নেতাকর্মী।
যানজট নিরসন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য প্রদান করেন। সেইসাথে পবিত্র ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার সারাদিন যানজট নেই বললেই চলে। তবে গাড়ির চাপ বেশি থাকায় যান চলাচলে ছিল ধীরগতি। দুপুরে প্রায় ৩০ মিনিটের জন্যে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও স্কাউট সদস্যরা মহাসড়কে সর্তক অবস্থানে আছেন।