
৭২ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের অনুরোধ : খান আহমেদ শুভ
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: আগামী ৭২ ঘন্টার মধ্যে শহরের বিদ্যুৎ সমস্যা সমাধানের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিতের অনুরোধ করেছেন টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ।
বিদ্যুৎ সমস্যায় বিপর্যস্থ টাঙ্গাইলবাসীর দূর্ভোগ লাগবে আকস্মিক শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে নিয়ে বৈল্লা বিদ্যুৎ অফিসে উপস্থিত হন খান আহমেদ শুভ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড টাঙ্গাইল এর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এর সাথে আলোচনা কালে তিনি এ সময় বেধে দেন।
তিনিসহ উপস্থিত সবাই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী সঞ্চালন তার এর ডেট ওভার হয়ে যাওয়ায় তা পরিবর্তনের কথা জানান। তবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।
এসময় খান আহমেদ শুভ বলেন, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকার পরেও বেশ কিছুদিন যাবৎ শহরবাসীকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। পবিত্র রমজান মাসেও বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক না হয়ে উল্টো চরম বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ভোর ৫টা থেকে রাত দুটো পর্যন্ত কাজ করেন এ দেশকে বিভিন্নভাবে সমৃদ্ধ করে তুলেছেন তখনই একটি স্বার্থান্বেষি মহল নানা অজুহাতে সমস্যার সৃষ্টি করে সাধারণ মানুষকে নিদারুন কষ্ট দিয়ে সরকার বিদ্বেশী করে তুলছে। এভাবে তারা সরকারী উন্নয়নকে ব্যহত করবে আর আমরা তা সহ্য করব এটা ভাবার কোন সুযোগ নেই। বর্তমান সরকারের উন্নয়ন সাধারণ মানুষের জন্য, তা সাধারণ মানুষকেই দিতে হবে বলেও তিনি জানান।
এসময় তার সাথে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনসহ জাতীয় পত্রিকা, টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।