
৭ মাস আটকে রেখে কলেজ ছাত্রী ধর্ষণ : আসামি গ্রেফতার
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুরে প্রায় সাত মাস নির্জন বাড়িতে আটকে রেখে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র অভিযুক্ত আসামী বাদলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৪ আগষ্ট) সন্ধ্যায় মির্জাপুর উপজেলা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অশোক কুমার সিংহ বলেন, সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি টিম বাদলকে গ্রেফতার করে। তাকে মির্জাপুর থেকে টাঙ্গাইলের ডিবি অফিসে আনা হচ্ছে। এ ব্যাপারে আগামীকাল শনিবার ১০ দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে ঘুমের ওষুধ ও নেশা খাইয়ে প্রায় সাত মাস আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেছে বাদল মিয়া। গত রোববার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকার একটি নির্জন বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিন সোমবার রাতে ওই ছাত্রীর ভাই সুমন মিয়া বাদী হয়ে সখীপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।