
কালিহাতীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার ২৪ নং ফটিকজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান কবির রানা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, কালিহাতী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জমির উদ্দিন আমীরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আলিফ স্টীল মিলস্ লি: এর পরিচালক নূর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বারেক, এলেঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুকুমার ঘোষ, এলেঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোকছেদ আলী বিডিয়ার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এলেঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।