
কালিহাতীতে ৪৬ টি গোরখা সাপ উদ্ধার
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে কালিহাতী উপজেলার দেউপুর মোখলেসুর রহমানের বাড়ি থেকে গতকাল ৪৬ টি গোখড়া সাপের বাচ্ছা উদ্ধার করা হয়েছে । ২৪টি সাপের বাচ্ছা মেরে মাটির নিচে পুতে ফেলা হয়েছে এবং ২২ টি সাপের বাচ্ছাকে জীবিত রাখা হয়েছে। এতগুলো সাপ উদ্ধারের কথা শুনে আশে পাশে এলাকার লোকজন ভীড় জমাচ্ছে ওই বাড়িতে।
বাড়ির মালিক মোখলেছুর রহমান বলেন, ভোর বেলায় আমার স্ত্রী রান্না করার জন্য পিয়াজের ঝুড়ি নিয়ে যাচ্ছিলো। এমন সময় তার পায়ে কিছু একটা এসে ধাক্কা দেয় । প্রথমে তিনি টিকটিকি মনে করে। পরে সন্দেহ হলে লাইট জালায়। তখন সে সাপের বাচ্ছা দেখতে পায় এবং ভীত সন্ত্রস্ত হয়। তখন সেটাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলি। পরে ঘর থেকে বের হয়ে উঠানে আসলে আরো ৪ টি সাপের বাচ্ছা দেখতে পাই। এভাবে পরপর ২৪ টি সাপের বাচ্ছা দেখি। পরে লাঠি দিয়ে সাপের বাচ্ছা গুলোমেরে ফেলি । পরে আমার ভাগিনা সাপুড়ে খবর দিলে সাপুড়ে এসে আরো অনেকগুলো সাপের বাচ্ছা বের করে। বাড়িতে ছোট ছেলে মেয়ে রয়েছে, আমরা খুব আতঙ্কে রয়েছি ।
সাপুড়ে জানান, আমাকে খবর দেয়ার সাথে সাথে আমি চলে আসি। এসে থাকার ঘর থেকে ৮ টি ও রান্না ঘর থেকে ১৪ টি গোকড়া সাপের বাচ্ছা উদ্ধার করেছি। বাড়ির মালিক এলাকাবাসীর সহয়োগিতায় যে কয়েকটি সাপের বাচ্ছা খুঁজে বের করেছিলো তারা সবকয়েকটি মেরে ফেলা হয়েছে। আমি যে ২২ টি বের করেছি সবটি পাতিলে তুলে রেখেছি। প্রত্যেকটি সাপের বাচ্ছা প্রায় ১ হাত করে । এখন পর্যন্ত বড় সাপকে খুজে পাইনি। বড় সাপটিকে খুজে বের করতে রান্না ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। রান্না ঘরে অনেক ঈদুরের গর্ত রয়েছে। ধারণা করা হচ্ছে,বড় সাপটি রান্না ঘরে থাকতে পারে। তাই রান্না ঘরের সব মাটি কেটে সরিয়ে নেয়া হচ্ছে। যতক্ষন বড় সাপটিকে খুঁজে না পাবো ততক্ষন এই বাড়ি লোকজন নিরাপদ নয়।