
টাঙ্গাইলে বাস চাপায় একজন নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়ায় বুধবার (২৯ মার্চ) সকালে বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গে হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, বুধবার সকাল ৯টারদিকে উত্তরবঙ্গগামী একটি বাস ওই অজ্ঞাত মহিলাকে চাপা দিয়ে চলে যায়। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।