কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় পন্যে নিদিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করা, বিশ্চৃঙ্খলাভাবে ভাসমান দোকান পরিচালনার দায়ে ১৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জড়িমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২১অক্টোবর দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে জড়িমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
দন্ড প্রাপ্তরা হলো, মো. রাসেলের আচারের দোকান, মো. শামিম খলিফার আচারের দোকান, সাইমুন পি খাসকেলের আচারের দোকান, ফজলু গংদের ভাসমান খাবারের দোকান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের অবস্থান দেখে দোকানীর পছন্দ মতো পন্যের দাম রাখছে। দুর্গা পূজায় আগত পর্যটকদের সাথে এমনটা যাতে না করতে পারে সেই জন্য এ সর্তকতা মূলক অভিযান। তিনি বলেন ,আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সদস্য ও গণমাধ্যম কর্মীরা।







