নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা : টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় আসামী ইসমাইল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণে অভিযুক্ত হওয়ায় গত শুক্রবার দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব কমান্ডার জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকে ইসমাইল হোসেন আত্মগোপনে চলে যান। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী কিশোরী এবং ইসমাইলের বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ইসমাইল হোসেন। মেয়েটি ভয়ে কিছু বলতে সাহস পায়নি। পরে শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পারেন। তারপর লিখে ও ইশারায় ভুক্তভোগী সব ঘটনা খুলে বলে।
ভুক্তভোগীর মা বাবা বলেন, বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হওয়ার। নরপিশাচ মেয়েটার জীবন নষ্ট হয়ে দিল। আমাদের মান সম্মান শেষ করে দিয়েছে। আমরা এর বিচার চাই।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারাও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রবিবার ভুক্তভোগী মেয়েটির মেডিকেল পরীক্ষা এবং আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে। মেয়েটি ও পরিবারের নিরাপত্তায় আমাদের নজর রয়েছে।