
ফাইল ছবি
হাওরাঞ্চলের গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার : প্রধানমন্ত্রী
ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় সামরিক হেলিকপ্টারযোগে নেত্রকোনার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ১০টার দিকে খালিয়াজুরীতে পৌঁছায়। ১৮ মে বৃহস্পতিবার নেত্রকোনার খালিয়াজুরীতে এক সমাবেশে গৃহহীনদের তালিকা করে সরকার ঘর নির্মাণ করে দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা করতে নদী খনন করা হবে। নদীভাঙা মানুষকে ঘর নির্মাণ করে দেয়া হবে ও হাওরাঞ্চলে আবাসিক স্কুল করে দেয়া হবে। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রয়োজনে আমদানির করে ক্ষতিগ্রস্তদের খাদ্যের ব্যবস্থা করে দেবে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন দুখি মানুষের মুখে হাঁসি ফোটাতে। তার আকাঙ্ক্ষা পূরণ করাই আমার লক্ষ্য। এছাড়া আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। বাবার মত নিজের বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।