
দেশের উন্নয়নে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে : সৈয়দ আশরাফ
ময়মনসিংহ সংবাদদাতা: প্রযুক্তিনির্ভর সমাজ ও জ্ঞানভিত্তিক দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও দেশের উন্নয়নে যুব ও ছাত্রসমাজকে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ প্রাঙ্গণে দুদিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনের সময় মন্ত্রী এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ আরো বলেন, ‘মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করছি। কাজ করছি দেশের অর্থনীতি গতিশীল ও শক্তিশালী করতে। উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। যা কিছু করা দরকার, সরকার তা করবে।’
বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনীতে আরো বক্তব্য দেন সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. আক্কাস উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীদের আধুনিক টেকনোলজি গ্রহণ করতে হবে। বাংলাদেশকে আমরা উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই। উন্নয়নের জন্য যুব ও ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। তাদের মেধা-দক্ষতাকে কাজে লাগাতে হবে।
আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের মৌলভী হামিদ উদ্দিন ভবনের নিচতলায় আয়োজিত এ মেলায় চার জেলার ৪৮টি স্টল বসেছে। উদ্বোধন শেষে জনপ্রশাসনমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আগামীকাল শুক্রবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। মেলায় ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।