
ভিন্নধর্মী একটি অনুষ্ঠানে অপু নিজেই উপস্থাপক ও অতিথি
অনলাইন ডেস্ক: ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা ও অতিথি হয়ে এবার দর্শকদের সামনে আসছেন অপু বিশ্বাস। ‘আমার ছবি আমার গান’ নামের এই অনুষ্ঠানে নিজে উপস্থাপক ও নিজেই অতিথি হতে হচ্ছেন অপু।
এই অনুষ্ঠানে প্রচার হবে অপু বিশ্বাস অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান। ক্যামেরার সামনে অপু বলবেন, গানগুলো দৃশ্য-ধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেল এ অনুষ্ঠানটির দৃশ্য-ধারণ সম্পন্ন হয়েছে।
‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠানমালায় এই অনুষ্ঠানটি প্রচার হবে।