
জাগ্রতবাংলা, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদরের কুমারগাড়ায় এলাকার দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মোটরসাইকেল ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র চালক আকিব হোসেন, অপরজন বাইসাইকেল চালক সবুজ হোসেন কিয়াম মেটালে চাকুরীজীবি।
জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে আকিব হোসেন মোটরসাইকেলযোগে খাজানগর মাদরাসা পাড়ায় নিজের বাড়ি যাচ্ছিলেন। অপরদিকে কিয়াম মেটালে কাজ শেষে সবুজ বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। কুমারগাড়া এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১ টার দিকে উভয়ের মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাতে মোটরসাইকেল ও বাইসাইকেল এর সংঘর্ষ হলে আহত অবস্থায় স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে রাত সাড়ে ১১ টার দিকে তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।